আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউন যথাযথভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু।

ভ্রাম্যমান আদালতের পেশকার মো. সোহেল আমিন জানান, থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া সদর বাজার, গৈলা বাজার, রথখোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, রাজিহার, বাশাইল বাজারসহ জনসমাগমস্থলে ভ্রাম্যমান আদারতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু।

অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ৫টি মামলায় মোট ১ হাজার ৮শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

(টিবি/এসপি/জুলাই ২৯, ২০২১)