রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার কিছুটা কমলেও কমছেনা মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটির উপসর্গ নিয়ে জেলায় আজ পর্যন্ত মারা গেছেন মোট ৫৩৩ জন। আর আক্রান্ত হয়ে  মারা গেছেন আরো ৮৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৯৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৬০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৩০ দশমিক ১৫ শতাংশ। 

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৪৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭৫ জন। এছাড়া বর্তমানে ২৩৫ জন করোনা আক্রান্ত রোগী সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা সংক্রমন প্রতিরোধে তিনি এ সময় সকলকে সরকারের দেয়া স্বাস্থবিধি মেনে চলার এবং মাস্ক পরার আহবান জানান ।

(আরকে/এসপি/জুলাই ২৯, ২০২১)