গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় "চেয়ারম্যানের বিরুদ্ধে অনৈতিক ভাবে বিচার কাজ পরিচালনা ও দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ" শিরোনামে যে সংবাদ প্রচার ও প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে পরিষদে টাকা আয় হলেই সদস্যদের ভাতা দেয়া হয়। করোনাকালীন সময়ে কিছুটা সমস্যা থাকায় তাদের ভাতার টাকা দিতে দেরি হচ্ছে। ঈদুল আযহার আগে তাদের দুই মাসের ভাতা পরিশোধ করা হয়েছে। টাকা আসলেই আবার তাদের ভাতা দেয়া হবে। এ বিষয়ে আমি কোন ইউপি সদস্যের সাথে দুর্ব্যবহার করি নাই। আর আমি বিচার বা সালিশের মাধ্যমে কোন অর্থ গ্রহণ করি না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটা স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এতে আমার ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক ভাবমূর্তি তীব্র ভাবে ক্ষুন্ন হয়েছে। আমি ওই সকল সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।


মোঃ মোমিন মণ্ডল
চেয়ারম্যান
বটতৈল ইউনিয়ন পরিষদ
সদর উপজেলা, কুষ্টিয়া।

(একে/এসপি/জুলাই ২৯, ২০২১)