স্টাফ রিপোর্টার, গাজীপুর : সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে একটি পোশাক কারখানা বাহির থেকে গেইট বন্ধ রেখে উৎপাদন কার্যক্রম চালু রাখায় দুই লাখ জরিমানা করা হয়েছে। 

গাজীপুর সিটি কর্পোরেশনর লক্ষীপুরা এলাকার স্প্যারো অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানাকে এই জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন। এসময় কারখানাটি বন্ধ রাখার জন্য কঠোরভাবে নির্দেশ দেয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানাটি গেইট বন্ধ রেখে উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় গেলে ভ্রাম্যমান আদলত দেখে গেট না খুলে বন্ধ রয়েছে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। এক পর্যায়ে ভ্রাম্যমান আদালতে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেইট টপকে ভেতরে ঢুকে দেখতে পায় কয়েকশো নারী-পুরুষ শ্রমিক কাজ কারছে।

এসময় শ্রমিকদের ফ্লোর থেকে নামিয়ে দিয়ে ভ্রাম্যমান আদলত পরিচালনা করে কারখানার মালিকপক্ষকে দুই লাখ অর্থদন্ড দেয়া হয়। এছাড়া সরকারি বিধিনিষেধ উপেক্ষ করে কারখানাটি না চালানোর জন্য কঠোর সর্তক করে দেয়া হয়েছে।

(এস/এসপি/জুলাই ২৯, ২০২১)