স্পোর্টস ডেস্ক : অলিম্পিক মানেই চীনের আধিপত্য। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের গত তিন আসরে সবচেয়ে বেশি স্বর্ণপদক জিতেছে জনবহুল দেশটি। অলিম্পিকে তাদের একাধিপত্য এমনই যে, ব্যাডমিন্টনের ফাইনালে দুই দলই ছিল চীনের।

শুক্রবার ব্যাডমিন্টনের মিক্সড ডাবল ইভেন্টের ফাইনালে খেলেছে চীনের দুই জুটি ওয়াং ইং লিয়ু ও হুয়াং ডং পিং এবং ঝেং সি ওয়েই ও হুয়াং ইয়া কিয়াং। যেখানে জয় পেয়েছে ওয়াং ইং লিয়ু ও হুয়াং ডং পিং জুটি।

অর্থাৎ চীনকে হারিয়ে স্বর্ণ জিতেছে চীনই। ১ ঘন্টা ৯ মিনিট স্থায়ী ফাইনালে ২১–১৭, ১৭–২১ ও ২১–১৯ পয়েন্টে ঝেং সি ওয়েই ও হুয়াং ইয়া কিয়াং জুটিকে হারিয়ে ওয়াং ইং লিয়ু ও হুয়াং ডং পিং জুটি জিতেছে স্বর্ণ।

ঝেং সি ওয়েই ও হুয়াং ইয়া কিয়াং জুটির হাতে উঠেছে রৌপ্যপদক। এই ইভেন্টে হংকংয়ের তাং চুন মান ও সে ইং সুয়েত জুটিকে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে জাপানের ইতুয়া ওয়াতানবে ও আরিসা হিগাসিনো জুটি।

(ওএস/এসপি/জুলাই ৩০, ২০২১)