সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়ায় আশ্রয়ন প্রকল্পের ২২ সুবিধাভোগী পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এতে সভাপতিত্ব করবেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নেত্রকোণা-৩ আসনের এমপি বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম ও কেন্দুয়া পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভুইঞা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন খন্দকার জানান, বেলা ৩ টার দিকে কুন্ডুলি আশ্রয়ন প্রকল্পের ১২টি এবং ভরাপাড়া ১০ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যাদের জমিও ছিলনা ঘরও ছিলনা তাদেরকে জমি এবং ঘর উপহার দেয়া হয়েছে। তাদের সুখ দুঃখের সামগ্রীক খোঁজ খবর নিতে এই মতবিনিময় সভা। তিনি আরো জানান, সুবিধাভোগী ২২ পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, লবন, তেল, পেয়াজ, আলু সহ বিভিন্ন সামগ্রী তুলে দেয়া হবে। মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মী ও সুবিধাভোগী পরিবারের সকল সদস্য সহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন উপজেলা প্রশাসন।

(এসবি/এএস/জুলাই ৩০, ২০২১)