বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার। 'ভাগ মিলখা ভাগ' সিনেমা দিয়ে জয় করে নিয়েছিলেন দর্শক সমালোচকদের মন।

আবারও হাজির হলেন তিনি নতুন সিনেমা নিয়ে৷ নাম 'তুফান'। গল্প, নির্মাণশৈলী ও ফারহানের অভিনয়ে সমৃদ্ধ সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম

অ্যামাজন প্রাইমে।

মুক্তির এক সপ্তাহের মধ্যেই অ্যামাজন প্রাইম ভিডিওর সর্বাধিক দেখা চলচ্চিত্রর তালিকায় শীর্ষে অবস্থান করছে সিনেমাটি। যা একটি রেকর্ডের মালিক করেছে ফারহানকে।

ধারণা করা হচ্ছে ভারতের ৩৯০০টি শহর এবং ভারতের বাইরে মোট ১৬০টি দেশে থেকে 'তুফান' সিনেমাটি উপভোগ করেছেন দর্শক।৷ এ সাফল্যে ফারহান বেশ উচ্ছ্বসিত৷

ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও স্বীকার করেছেন তিনি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফারহান বক্সিং রিংয়ের একটি ছবি দিয়ে লেখেন, 'ভালো কিছু করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। তুফানের ভক্তদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিশ্রম সার্থক মনে করছি। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাই। সবার জন্য ভালোবাসা।'

সিনেমাটিতে ৪৭ বছরের ফারহানকে একজন বক্সার হিসেবে দেখানো হয়েছে। যে কিনা স্থানীয় গুন্ডা আজিজ আলি থেকে একজন দারুণ কোচের সান্নিধ্যে জনপ্রিয় বক্সার হয়ে ওঠেন।

এ ছবিতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মৃণাল ঠাকুরসহ অনেকেই। এটি নির্মাণ করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা।

(ওএস/এসপি/জুলাই ৩১, ২০২১)