মাগুরা প্রতিনিধি : মহামারি করোনা কালিন সময়ে পরিবারের মুখে দুবেলা-দুমুঠো খাবার তুলে দিতে চাই, বাঁচার মত বাঁচতে চাই এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলা দর্জি শ্রমিকদের মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় শালিখা প্রেসক্লাব মিলনায়তনের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানব বন্ধনে প্রায় ১৫০ জন দর্জি শ্রমিকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করে।

এসময় মানব বন্ধনে বক্তব্য রাখেন, উপজেলার দর্জি শ্রমিকের সভাপতি মোঃ আমিরুল বিশ্বাস। তিনি বলেন, সারাদেশে করোনাকালিন মহামারি চলছে, আর এই সময়ে শালিখা উপজেলার প্রায় প্রত্যেকটি শ্রমিকরা সরকারের সাহায্য সহযোগিতা পাচ্ছে।

এমনকি বিভিন্ন পেশার শ্রমিকেরা সরকারের প্রণোদনা পেয়েছেন। অথচ আমরা দর্জি শ্রমিকরা সরকারের কোন প্রকার অনুদান বা প্রণোদনা পায়নি। তাই আমরা পরিবার পরিজন নিয়ে অসহায় মানবেতর জীবন যাপন করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ও উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি করছি। যাতে আমাদের দোকানপাট খোলাসহ সরকারের বিভিন্ন অনুদান বা প্রণোদনা পাওয়ার আবেদন জানায়।

(ডিসি/এসপি/আগস্ট ০১, ২০২১)