আবুল কালাম আজাদ, রাজবাড়ী : সরকারের দেওয়া বিধিনিষেধ চলছে, সেই সাথে করোনাভাইরাস সংক্রমণ রুগীর সংখ্যা ও বাড়ছে। গত কয়েক দিনে রাজবাড়ীতে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। 

ফলে (১ আগষ্ট) পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বেচ্ছাসেবী কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

এর আগে করোনা মোকাবেলায় পাংশা উপজেলার ১০ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে ০২ জন করে মোট ১৮০ জন স্বেচ্ছাসেবী নিয়োগের মাধ্যমে কুইক রেসপন্স টিম গঠন করা হয়। উক্ত কুইক রেসপন্স টিম এর ১৮০ জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা সহ তাদের সার্বিক কার্যাবলি সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ আলী, পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃহাসানাত আল মতিন, পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান প্রমুখ।

(একে/এসপি/আগস্ট ০১, ২০২১)