আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। করোনায় বিশ্বে আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার ৫৩২ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪২ লাখ ৩৮ হাজার ১২৪ জন। তবে ইতিবাচক খবর হচ্ছে, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৯৫ লাখ ৪ হাজার ৮৫৪ জন।

রবিবার রাত সাড়ে ১০ টায় করোনার হিসার রাখা আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া যায়।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ২৪ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৩১৫ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ৬৬ হাজার ১১৭ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৯৩ হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৪ হাজার ৭৭৭ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৮৫৫ জন। মারা গেছেন ৫ লাখ ৫৬ হাজার ৪৩৭ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ৬২ লাখ ৮৮ হাজার ৬৭৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৩৫২ জন।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬১ লাখ ২৭ হাজার ১৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ১১ হাজার ৮৬৭ জন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের এই উর্ধ্বগতির মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু করে। এরপর দ্বিতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেও একই টিকা দেওয়া শুরু হয়। পাশাপাশি, সৌদি আরবেও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশেও করোনার টিকা দেওয়া শুরু হয়।

(ওএস/এএস/আগস্ট ০২, ২০২১)