নীলফামারী প্রতিনিধি : আসন্ন কুরবানি ঈদে বেশি যাত্রী পরিবহনের কথা বিবেচনায় নিয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৭০টি বগি মেরামতের কাজ চলছে। এসব বগির মেরামত কাজ শেষ করে ঈদের আগেই বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ হিসাবে যুক্ত করা হবে।

সূত্র জানায়, বর্তমানে কারখানার চারটি উপ-কারখানায় বগির মেরামত কাজ জোরদমে চলছে। ইতোমধ্যে ২৫টি বগি মেরামত শেষে রেলওয়ের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে ।


সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার মুহাম্মদ কুদরত-ই-খুদা জানান, আসন্ন কুরবানি ঈদে আন্তঃনগর ট্রেনে সংযোগ দিতে ৭০টি যাত্রীবাহী বগি মেরামতের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। বগিগুলো মেরামত করতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৭, ২০১৪)