নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানা পুলিশের সক্রিয় সহযোগীতায় পরিবার নিয়ে ঘরে উঠল রাফিউল ইসলাম। গত ১৩ জুলাই পারিবারিক কলহের কারনে রাফিউল ইসলামের ঘরে তালা দিয়ে ঘর থেকে বের করে দেন তার আপন বড় ভাই রেজাউল। তারপর থেকেই রাফিউল গ্রামের মাতব্বর-প্রধানসহ বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কোন প্রতিকার না পেয়ে অবশেষে থানা পুলিশের সহযোগীতায় ঘটনার ২০ দিন পর পরিবারের লোকজন নিয়ে নিজ ঘরে উঠতে পারলেন। এ ঘটনাটি ঘটে উপজেলার একডালা ইউনিয়নের দুধিয়া গ্রামে। ভূক্তভোগী রাফিউল ইসলাম দুধিয়া গ্রামের মৃত তোজাম্মেল হোসেনের পুত্র।

অভিযোগে জানা গেছে, উপজেলার দুধিয়া গ্রামের মৃত তোজাম্মেল হোসেনের পুত্র রাফিউল ইসলামের সঙ্গে তার আপন বড় ভাই রেজাউল ইসলামের পারিবারিক জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে গ্রামের গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে তারা বাড়ি ভাগাভাগি করে নেয়। এরপর থেকেই পারিবারিক বিষয় নিয়ে তাদের দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়া লেগেই থাকে। এরপর গত ১৩ জুলাই দুই পরিবারের মধ্যে পারিবারিক জায়গা জমির বিষয় নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে রেজাউল তার ছোট ভাই রাফিউলের ঘরে তালা দিয়ে তাকেসহ তার পরিবারকে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে রাফিউল তার বসতবাড়ির সীমানার মধ্যে একটি পরিত্যক্ত ঘরে পরিবারের লোকজন নিয়ে ২০ দিন মানবেতর জীবনযাপন করেন।

এ ঘটনাটি নিয়ে গ্রামে সালিশ-বৈঠকও ডাকেন রাফিউল। কিন্তু সালিশে রেজাউল উপস্থিত না হয়ে ছোট ভাই রাফিউলকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিতে থাকেন। এক পর্যায়ে কোন পথ না পেয়ে নিরুপায় হয়ে ঘটনার ২০ দিন পর রাফিউল ইসলাম মঙ্গলবার বড় ভাই রেজাউলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওইদিন রাতেই অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশের হস্তক্ষেপে ঘরের তালা খুলে দেয়া হয়।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি (তদন্ত) তারেকুল ইসলাম বলেন, রাফিউলের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুই ভাইয়ের ঘরের তালা খুলে দেয়া হয়েছে। তাদের পারিবারিক জায়গা জমি নিয়ে এ বিরোধ চলছে। রাফিউল ইসলাম তার বড় ভাই রেজাউলের বিরুদ্ধে আরেকটি লিখিত অভিযোগ দিয়েছেন সেটিও ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(বিএস/এসপি/আগস্ট ০৪, ২০২১)