ঠাকুরগাঁও প্রতিনিধি : অনাবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে বিপাকে পাট চাষিরা।বর্ষাকালে বৃষ্টি না হওয়ায় খাল বিলে পানি না থাকায় সঠিক সময়ে পাট জাগ না দিতে পেরে ক্ষতির মুখে পড়ছে কৃষকরা। গতবছর পাটের ন্যায্য দাম পেয়ে এবছর পাট আবাদ হয়েছে ব্যাপক। কিন্তু পাট জাগ দিতে না পারায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।

চাষিরা জানান, এতে করে ক্ষেতের পাট ক্ষেতেই নষ্ট হচ্ছে। রং ও নষ্ট হয়ে যাচ্ছে।রং নষ্ট হওয়ায় বাজারে সঠিক দাম পাওয়া যাচ্ছেনা এতে ব্যাপক ক্ষতির শঙ্কায় আছেন তারা। কৃষকদের অভিযোগ কাচা পাট অন্যকোন পদ্ধতিতে পচানো যায় কিনা সে বিষয়ে কোন পরামর্শ বা হাতে কলমে শিক্ষা দেয়নি মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, কৃষকদের অতীতে রিভন রেটিং পদ্ধতিতে পাট পচানোর শিক্ষা দিয়ে আসলেও তারা মান্ধাতা আমলের পদ্ধতিতেই পাট জাগ দিয়ে আসছে।এতে কোন সফলতা আসছে না।তিনি আরও জানান, এবছর ঠাকুরগাঁওয়ে ৬৮০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।

(এফ/এসপি/আগস্ট ০৬, ২০২১)