বরিশাল প্রতিনিধি : বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৫ জন।

শনিবার (৭ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মারা গেছেন ১৮ জন। তাদের মধ্যে আক্রান্ত তিন এবং উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়। এছাড়া বিভাগের অন্যান্য হাসপাতালে মারা যান আরও পাঁচজন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় ৭২৩ নমুনা পরীক্ষায় ১৯৫ জন পজিটিভি হয়েছেন। তাদের মধ্যে ঝালকাঠিতে দুই, বরিশালে ৭১, ভোলায় ১০৮, পটুয়াখালীতে ৯ এবং পিরোজপুরে পাঁচজন রয়েছেন।

(ওএস/এএস/আগস্ট ০৭, ২০২১)