মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : করোনা মহামারি মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ডে এক যোগে শুরু হয়েছে করোনার গণ টিকা প্রধানের কার্যক্রম।

শনিবার (৭ আগষ্ট) প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরা ওয়ার্ডের নিদিষ্ট টিকা কেন্দ্রে উপস্থিত থেকে টিকা প্রধান কর্মসুচি উদ্ভোধন করেন। নাসিক ৮নং ওয়াডের্র জনগনকে এনায়েতনগর প্রাথমিক বিদ্যালয়ে গন টিকা প্রধান করা হয়। এই কেন্দ্র থেকে আজ প্রায় ছয়শত লোককে টিকা প্রধান করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মীরা।

টিকা গ্রহনকারীরা বলছেন, আমরা স্বাস্থ্যবিধি মেনেই টিকা গ্রহন করছি। আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু এপস্ এর সারভার জনিত সমস্যার কারনে একটু দেরি হচ্ছে।

টিকা গ্রহণ শেষে সুমন বলেন, করোনার ১ম ডোস টিকা সঠিকভাবে নিতে পেরে আমার খুব ভালো লেগেছে। এবং সকলকে র্নিভয়ে টিকা গ্রহন করার আহবান করেন এই সচেতন নাগরিক।

নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, টিকা নিয়ে কোনো প্রকার ভয় নেই। তাই আমি সকলকে বলতে চাই সরকারি নিয়ম মেনে আপনারা সবাই টিকা গ্রহন করবেন। তিনি আরো বলেন আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পযর্ন্ত স্বাস্থ্যবিধি মেনে প্রায় ছয়শত মানুষকে আমরা টিকা প্রধান করেছি। সামনে আমরা আরো বেশি লোকে টিকা প্রধান করতেও প্রস্তুত আছি।

এছাড়াও ওয়ার্ড ও দেশবাসীর উদ্দেশ্যে বলেন, নিজে সচেতন থেকে নিজ পরিবার ও সবাইকে সচেতন করতে অনুপ্রাণিত করেন। এবং বার বার ভালো করে সাবান দিয়ে হাত ও মুখ ধুয়ে পরিষ্কার রাখুন এবং মাক্স ব্যবহার করুন।

উক্ত সময় টিকা কেন্দ্রে উপস্থিত ছিলেন কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। সুপার ভাইজার, নগর স্বাস্থ্যকেন্দ্র কফিল উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদশর্ক ইউসুফ আলী সহ স্বাস্থ্যকর্মীরা ও পুলিশ, আনসারের পাশাপাশি সেচ্ছাসেবক হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮নং ওয়ার্ডের সচিব সাইফুল, যুবলীগ কর্মী মমিনুল আলম পুষণ প্রমুখ।

(এস/এসপি/আগস্ট ০৭, ২০২১)