সুনামগঞ্জ প্রতিনিধি : বিপুল পরিমাণ ভারতীয় গাঁজার চালানসহ সুনামগঞ্জের তাহিরপুরে দিলারা বেগম (৪০) নামে এক নারী গাঁজা কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। গ্রেফতার দিলারা উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুঙ্কা গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।

এরপুর্বে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ সিলেট, সিপিসি-৩ সুনামগঞ্জের ক্যাম্পের টহল দল তাকে আলামত সহ তাহিরপুর থানায় সোপর্দ করে।

মঙ্গলবার তাহিরপুর থানার এসআই সাইদুর রহমান জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ সিলেট, সিপিসি-৩ সুনামগঞ্জের ক্যাম্পের টহল দল উপজেলার পুরান বারুঙ্কা গ্রামে সোমবার অভিযান চালিয়ে ওই গ্রামের আইয়ুব আলীর বসতঘর হতে ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। ওই সময় আইয়ুব আলী কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রী দিলারাকে গ্রেফতার করে র‌্যাবের টহল দল।

এ ব্যাপারে র‌্যাবের পক্ষ হতে দিলারাকে গ্রেফতার ও তার স্বামী আইয়ুব আলীকে পলাতক আসামি দেখিয়ে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(এইচএসএ/এএস/আগস্ট ১০, ২০২১)