কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্দকৃত ৪২৫ কেজি ত্রানের চাল গোপনে পাচারকালে জনতার হাতে আটক হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ভোররাতে উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের গুদাম থেকে ভুরকা গ্রামে চেয়ারম্যানের বাড়িতে পাচারের সময় এলাকাবাসী তা আটক করে।

এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, মরিচা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের জন্য সরকার ২০ কেজি করে চাল বরাদ্দ দেয়। বরাদ্দ দেয়া ত্রানের এ চাল বন্যার্তদের মাঝে সব সরবরাহ না করে ৪২৫ কেজি চাল (সাড়ে ৮বস্তা) ভ্যান ভর্তি করে গোপনে মরিচা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহাবুল ইসলাম নিজ বাড়িতে নেয়ার সময় সোনাইকুন্ডি বাজারের লোকজন তা আটক করে প্রশাসনকে খবর দেয়। তবে মরিচা ইউপি চেয়ারম্যান মাহাবুল ইসলাম ত্রানের চাল নিজ বাড়িতে পাচারের বিষয়টি অস্বীকার করে বলেন, ভুরকা বাঁধবাজার এলাকায় বন্যার্তদের মাঝে চালগুলি সরবরাহের জন্য ওই এলাকায় নেয়ার সময় তার প্রতিপক্ষ লোকজন তা আটক করে।

তিনি আরও জানান, আটক চালের বস্তাগুলি জাহিদ হোসেন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রনে আছে।

(কেকে/এইচআর/সেপ্টেম্বর ০৯, ২০১৪)