মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জ জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী। 

স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ , জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

রোববার সকাল ১০ টায় চাষাঢ়া বিজয় স্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এবং নগরীর দুই নম্বর রেল গেট জেলা আওয়ামী লীগ অফিস চত্বরে সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এছাড়া শহরের দুটি স্থানেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষ ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

(এস/এসপি/আগস্ট ১৫, ২০২১)