মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফতুল্লা থানাধীন ৯ নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

রবিবার (১৫ আগষ্ট) বিকালে কুতুবপুর ক্লাবের সামনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মীর মজিবুর রহমানের সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও ফতুল্লা থানা যুবলীগের আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ কলিমউল্লাহ্, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম মিয়াজী, যুবলীগ নেতা জাকির হোসেন জুয়েল, নজরুল ইসলাম, আলমগীর হোসেন সোনালি, রিপন গাজী প্রমুখ।

এছাড়া সার্বিক তত্বাবধানে ছিলেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফতুল্লা যুবলীগ মীর আশরাফুল হক রিপন।

এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়। এবং সাধারণ সম্পাদক ফতুল্লা যুবলীগ ফাইজুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে এলাকাবাসীর মধ্যে নেওয়াজ বিতরণ করা হয়।

(এমএস/এএস/আগস্ট ১৫, ২০২১)