ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে গরুবাহী ট্রাক খাদে পড়ে উদ্ধারকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। ট্রাকে থাকা ২০টি গরুর মধ্যে ৭টি গরুও মারা গেছে।

সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর বাইপাস সড়কের পিয়ারপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গরু ব্যবসায়ী ঠান্ডু ও শওকত নামের দু’জনের মৃত্যু হয়। তাদের বাড়ি যশোর ও মুন্সিগঞ্জ বলে জানা গেছে।

এ সময় ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি হেলে তার ছিড়ে পড়লে ট্রাকটি বিদ্যুতায়িত হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করলে পিয়ারপুর গ্রামের লিটু মাতুব্বর নামের একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৯, ২০১৪)