মেহেরপুর প্রতিনিধি : নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, সংবিধান ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হবে। আইনে বিষয়টি স্পষ্ট করা রয়েছে। এর বাইরে ইসির কিছুই করার নেই। আজ মঙ্গলবার দুপুরে নব নির্মিত মেহেরপুর জেলা সার্ভার স্টেশন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথাগুলো বলেন।

আজ মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে নির্মিত সার্ভার স্টেশনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন ইসি জাবেদ আলী। ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মান করেছে মেহেরপুর গণপূর্ত অধিদপ্তর।

সরকারী সফরের অংশ হিসেবে তিনি দুপুর একটার দিকে মেহেরপুর সার্কিট হাউজে পৌছালে জেলা প্রশাসক মাহমুদ হোসেন ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে বেলা সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলা চত্তরে নির্মিত সার্ভার স্টেশনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল আমীন।

(এনবি/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৪)