মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মাঝকান্দি চিনিকল মধুরাপুর গ্রামের এক গ্রামীণ পশু চিকিৎসককে তার পার্শ্ববর্তী ভাটিকান্দি মথুরাপুর গ্রামের হারুনর রশিদ মোল্যার ছেলে মো. হাসান মোল্যা (২৫) ও তার লোকজন পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই গ্রামীণ পশু চিকিৎসক বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত চিকিৎসকের নাম মো. শাহাদৎ হোসেন (৪০)। পিতার নাম মোকছেদ শেখ।  এ ব্যাপারে মঙ্গলবার (২৪ আগস্ট) মধুখালী থানায় একটি অভিযোগ হয়েছে। 

জানা গেছে, সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টার সময় ভাটিকান্দি মথুরাপুর গ্রামের হাসান মোল্যা তার একটি অসুস্থ্য গরুর বাচ্চা (এড়ে বাছুর) কে চিকিৎসা করার জন্য ওই গ্রামীণ পশু চিকিৎসককে নিজ বাড়ীতেডেকে নেয়। ওই চিকিৎসক গরুর বাচ্চাটিকে চিকিৎসা প্রদান করে চলে আসার পর অসুস্থ্য গরুর বাচ্চাটি মারা যায়। পশুটি মারা যাবার পর বিকাল ৪টার সময হাসান পুন:রায ওই চিকিৎসককে গরুর বাচ্চার অসুস্থ্যর কথা বলে ডেকে নিয়ে ৫০ হাজার টাকা দাবী করে। টাকা দিতে চিকিৎসক রাজি না হওয়ায় হাসান ও তার লোকজন গ্রামীণ চিকিৎসককে পিটিয়ে আহত করে। বর্তমানে ওই গ্রামীণ পশু চিকিৎসক মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মধুখালী থানায় অভিযোগ হয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

(এম/এসপি/আগস্ট ২৪, ২০২১)