ইমাম উদ্দিন সুুুমন, নোয়াখালী : ২০০৪ সালের ২১শে আগষ্ট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে গতকাল সোমবার নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি, মেয়র প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় ও জেলা আওয়ামীলীগ সভাপতি, সুর্বণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোমিন বিএসসি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, জেলা আওয়ামীলীগদের শ্রম বিষয়ক সম্পাদক নোয়াখালী এ. কে. এম খালেদ মঞ্জু, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলতাফ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আতাউর রহমান নাছের। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মাওলা জিয়াউল হক লিটন, জেলা যুবলীগ নেতা মঞ্জুসহ ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন, ২১শে আগষ্টের নারকীয় তান্ডবে গ্রেনেড হামলায় শেখ হাসিনা আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে যান। কিন্তু তাঁর দেহরক্ষী মাহবুব গ্রেনেড হামলায় শহীদ হন। আরো অগণীত নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ অনেকেই শহীদ হয়েছেন। অনেকেই পঙ্গুত্ব জীবনযাপন করছেন। তৎ সময়ে তারেক জিয়াসহ সকল পরিকল্পনাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবী জানান। পরে শহীদদের স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

(এস/এসপি/আগস্ট ২৪, ২০২১)