ইকবাল মাহমুদ হিরু, সদরপুর (ফরিদপুর) : ফরিদপুর জেলার  সদরপুর উপজেলার থানা চত্বরে বুধবার সকাল ১১ টায় সদরপুর থানা পুলিশের আয়োজনে সমসাময়িক বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) জনাব ফাহিমা কাদের চৌধুরী, বিশেষ অতিথি সদরপুর উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবু আলম রেজাসহ সদরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন ব্যাংকের শাখা ব্যাবস্থাপক, ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গগণ।

সভার শুরুতে থানা অফিসার ইনচার্জ সমসাময়িক সমস্যা নিয়ে সকলের নিকট থেকে মতামত জানতে চাইলে উপস্থিত বক্তারা বর্তমান সময়ে পুলিশের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার সাথেসাথে সদরপুর উপজেলার মেইন রোডের যানজট নিরসন ও মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

উক্ত সভার সকল বক্তার কথা মনোযোগ সহকারে শুনে প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার তাহার মুল্যবান প্রদান করেন। শুরুতে তিনি বলেন, আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ মোতাবেক আজ আমারা আপনারদের সাথে এই সংলাপের আয়োজন করেছি, যাহাতে আপনাদের মাধ্যমে সমগ্র উপজেলায় একটি বার্তা পৌঁছানো যায়। বর্তমান সময়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিপুলসংখ্যক পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। পুলিশ কনস্টেবল নিয়োগের সচ্ছতা আনতে আমাদের সুযোগ্য পুলিশ সুপার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। যেমন সঠিক যোগ্যতাসম্পন্ন প্রার্থী বিনা পয়সায় চাকরি পাওয়ার নিশ্চয়তা, যাহাতে কেউ দালালদের প্রলোভনে পরে প্রতারিত নাহয় সেই লক্ষে বিভিন্ন সচেতনতামুলক প্রচারনা। একজন চাকুরী প্রার্থী বা তাহার পরিবারের নিকটে কেউ যদি এসে চাকুরী পাইয়ে দেওয়ার আশ্বাস দেয় তাহলে দ্রুত বিষয়টি পুলিশ সুপার মহোদয় বা আমাকে অথবা থানা অফিসার ইনচার্জকে জানানোর জন্য অনুরোধ করা হয়।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সোনার বাংলা গড়তে ও বাংলাদেশ পুলিশের সফলতার ধারাবাহিকতা গতিশীল রাখতে সকলের সার্বিক সহোযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন। সভার সভাপতি থানা ইনচার্জ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।

(এইচ/এসপি/আগস্ট ২৫, ২০২১)