দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে পদ্মায় ট্রলার ডুবিতে দুই শিক্ষক নিখোঁজ হন, গত (২৫ আস্ট) বুধবার সন্ধ্যা ৬ টায়। শুক্রবার (২৭ আগস্ট) দীর্ঘ ৪৫ ঘন্টা অতিবাহিত হলেও ফরিদপুরের ফায়ার সার্ভিস কর্মীরা নিঁখোজ দুই শিক্ষক এবং ট্রলার কোন কিছুই উদ্বার করতে পারেননি।

তবে দুই শিক্ষককে উদ্বারে জোর তৎপরতা চলছে। এই বিষয়টি নিশ্চিত করছেন, ফরিদপুর সদর উপজেলা নবাগত নির্বাহী অফিসার জনাব, মোঃ মাসুদুল আলম।

তিনি গণমাধ্যম কর্মীদেরকে বলেন, আমরা নৌ পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্হানাীয় সকলরে সমন্বয় উদ্বার কাজ অব্যাহত রেখেছি। আশা করি আমরা সফল হবো।

উল্লেখ্য গতকাল বুধবার (২৫ আগস্ট), ফরিদপুর শহর থেকে বিকাল ৩ টায় ট্রলার ভাড়া করে ভ্রমণ করতে পদ্মায় যান ১৫ জন শিক্ষক।

পরে ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে জেলা সদরের ডিগ্রির চর ইউনিয়নের তাইজউদ্দিন মুন্সীর ডাঙ্গীর নদীর পাড় এলাকায় তীব্র স্রোতের মুখে ৩ নং পল্টনের সাথে সংঘর্ষে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়।

এ সময় ১৩ জন শিক্ষক সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করতে কাজ করছে এলাকাবাসীও।

নিখোঁজ শিক্ষকদের স্বজনরাও পদ্মায় ট্রলার যোগে খোঁজ নিচ্ছেন। নিখোঁজ আজমল হোসেন (৪০) ফরিদপুর সারদা সুন্দরি স্কুলের সহকারী শিক্ষক এবং আলমগীর হোসেন (৩৮) ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

(ডিসি/এসপি/আগস্ট ২৭, ২০২১)