মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : 'বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি'-এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা মৎস্য সপ্তাহ উপলক্ষে সুবর্নচরে কর্মরত সাংবাদিকদের সাথে মৎস কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সুবর্ণচর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৮ আগস্ট (শনিবার) বেলা ১১ টায় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসার খোরশেদ আলম, মেরিন ফিশারিজ অফিসার জাহিদুল ইসলাম, ক্লাষ্টার অফিসার মোঃ আমান উল্যাহ (এসডিএফ), ক্ষেত্র সহকারি আব্দুল হালিম চৌধুরী। সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি বাবু লিটন চন্দ্র দাস, চ্যানেল এস টিভি, সময়ের কণ্ঠস্বর, দৈনিক বাংলা ৭১ জেলা প্রতিনিধি মোঃ ইমাম উদ্দিন (সুমন), যায় যায়দিন পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি, আব্দুল বারী বাবলু, প্রতিদিন আমার সংবাদের মুজাহিদুল ইসলাম সোহেল, জনজমিন পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি ছানা উল্যাহ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় সাত দিনব্যাপী কর্মসূচির বিবরণী তুলে ধরে বাংলাদেশ সরকারের মৎসচাষে উন্নয়নমুখী কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।

(আইইউএস/এএস/আগস্ট ২৮, ২০২১)