সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি : ফরিদপুরের সালথা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা ও উপ‌জেলা প‌রিষ‌দের মা‌সিক সভা অনুষ্ঠিত হয়েছে। র‌বিবার (২৯ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকা‌রের সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা রা‌জিব রায়‌, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা সহকারী প্রোগ্রামার (আই‌সি‌টি) মোঃ টিপু সুলতান, সালথা প্রেসক্লা‌বের সভাপ‌তি সে‌লিম মোল‌্যা, সালথা থানা পু‌লি‌শের অপা‌রেশন অ‌ফিসার মোঃ শ‌হিদুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধা‌নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বর্তমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি‌তে জনপ্র‌তি‌নি‌ধিসহ সবাই‌কে দা‌য়িত্বশীল আচরণ করার কথা ব‌লেন। পাশাপা‌শি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। বৈ‌শিক মহামা‌রি ক‌রোনা ভাইরাস মোকা‌বেলায় সকল‌কে স্বাস্থবি‌ধি মে‌নে চলার আহব্বান জানান।

(এএনএইচ/এএস/আগস্ট ২৯, ২০২১)