মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার গোয়ালবাথন এলাকা থেকে অস্ত্র, কার্তুজ, ইয়াবা ও নগদ টাকাসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ।

মাদারীপুর পুলিশ সুপার জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের গোয়ালবাথন গ্রামের আ. কুদ্দুস মাতুব্বরের বাড়ীতে গত ১৫ আগস্ট দিবাগত রাতে ছয় ডাকাত মুখোশ পরে বাড়ীর পিছনের দরজার কেচি গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১৪ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়।

ডাকাতির ঘটনার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই দিনই রাজৈর থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মীর নাজমুল হোসেন ২১ আগস্ট রাজৈর থেকে ডাকাত দলের সদস্য মাফুজালকে (৩৫) গ্রেফতার করে। গ্রেফতার আসামি আদালতে ডাকাতির ঘটনার কথা স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেন। এ সময় সহযোগী আরো ১১ জন আসামির নাম উল্লেখ করেন।

পরবর্তীতে শিবচর সার্কেলের সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, রাজৈর থানার ওসি শেখ সাদিক ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি আল মামুন তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাতে রাজৈরের হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের গোয়ালবাথন এলাকা থেকে ডাকাত দলের ৬ জনকে দুটি দেশীয় পাইপ গান, চার রাউন্ড কার্তুজ, একশ দশ পিচ ইয়াবা ও নগদ পাঁচ হাজার টাকাসহ গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো মাদারীপুরের মস্তফাপুর এলাকার লিটন হাওলাদার (৪০), গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার সাজ্জাদ শেখ (৩২), একই এলাকার চুন্নু মিয়া (৫১), গোপালগঞ্জ সদরের সুখদেব বিশ্বাস (৩২), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মহেশ্বরদী চৌধূরীকান্দি গ্রামের মো. আলী শেখ (৩৭), একই উপজেলার পাতরাইল দিঘীর বাগবাড়ী গ্রামের মিঠু মাতুব্বর (৩৫)। গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

(এ/এসপি/আগস্ট ৩১, ২০২১)