রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ১ হাজার টাকার ১টি জালনোটসহ মো. কালাম নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কেরোয়া ইউনিয়নের মাঝি বাড়ীর এলাকায় থেকে তাকে আটক করা হয়। কামাল উপজেলার চর কাছিয়া ইউনিয়নের আমির হোসেনের ছেলে। এঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে জাল টাকার মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এদিকে একই সময় বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মিঝি বাড়ীর মো. বেলাল হোসেন ছেলে মো. রাজু (২২)কে গাঁজা সেবনকরায় আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আলম রাজুর কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়। এছাড়াও বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তেতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মাসুদ (৩৫)কে গ্রেপ্তার করেন পুলিশ। সে চরবংশী এলাকার আলি আকবরের ছেলে।

(এমআরএস/অ/সেপ্টেম্বর ১০, ২০১৪)