সালথা (ফরিদপুর) প্রতিনিধি : মাননীয় সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষ থেকে ফরিদপুরের সালথায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে শান্তির আহব্বান নামে একটি সামাজিক সংগঠনের সভাপতির হাতে ২ হাজার গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার, উপজেলা বন কর্মকর্তা মোঃ তোরাপ হোসেন, জাইকা প্রতিনিধি রিফাত রিয়াজ, উপজেলা শান্তির আহব্বান এর সভাপতি সহ সদস্য বৃন্দ।

(এন/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২১)