চট্টগ্রাম প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৩৯ জনে। এই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪০ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়ালো ৯৯ হাজার ৭৬৬ জনে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষায় ১৪০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৮১ জন ও উপজেলার ৫৯ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩৩ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে চারজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে আটজন, অ্যান্টিজেন টেস্টে দুইজন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২১)