কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীসহ তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ১ জনের জরিমানা আদায় করেছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মালিহাদ নতুনপাড়ায় অভিযান চালিয়ে উজির আলীর স্ত্রী মাদক ব্যবসায়ী আসমা খাতুন (২৫) কে দেড় কেজি গাঁজা, মৃত শুকুর আলীর ছেলে মাদকসেবী মুনসুর আলী (৩৮) কে ১ বোতল বাংলা মদসহ আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিল ৭ (ক) ধারায় আসমা খাতুনকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় মুনসুর আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

অন্যদেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বারুইপাড়া ইউনিয়নের চারমাইলে অভিযান চালিয়ে মৃত ডা. নিহার উদ্দিনের ছেলে তারেকুল ইসলাম (৩৮) কে এক পিচ ইয়াবাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এছাড়াও আবুরী মাগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একই ধারায় আকরাম হোসেনের ছেলে আসাদুল ইসলাম (২৮) কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সকল অভিযানে মিরপুর থানার এসআই আব্দুল হালিম, এসআই শহিদুল ইসলাম শেখ, এএসআই সাহেব আলী, এএসআই আতিকুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

(কেকে/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৪)