ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : মৎস্য অধিদপ্তর 'ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা' প্রকল্প এর জেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সুবর্ণচর উপজেলা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী জেলা মৎস্য অধিদপ্তর।

সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা খোরশেদ আলমের সঞ্চালনায় ও সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা ডা. মোঃ মোতালেব হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, ইলিশ সম্পদ উন্নয়ন ব্যাবস্থা প্রকল্পের পরিদর্শক ও মূল্যায়ন অফিসার সামছুল আলম পাটোয়ারী, উপ প্রকল্প পরিচালক মামুনুর রশিদ চৌধুরী, সহকারি প্রকল্প পরিচালক সঞ্চয় দেবনাথ, নোয়াখালী সদর উপজেলা সিনিয়র সহকারি মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার, কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ সাহা, হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্রদাস সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন প্রমূখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক লিটন চন্দ্রদাস, মোঃ ইমাম উদ্দিন সুমন, আব্দুল বারী বাবলু, মোজাহিদুল ইসলাম সোহেলসহ জেলা, মৎস্য সমিতির নেতা ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২১)