আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথা উপজেলায় ৩য় ব্যাচের ছাত্রীদের আত্মরক্ষা ও ক্রীড়া কৌশল কারাতে প্রমিক্ষণের সমাপনী ও কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। কিং কারাতে বাংলাদেশ এর ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কারাতে প্রশিক্ষক জহিরুল ইসলাম আলী।

(এন/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২১)