ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. হাবিব উল্যাহ বাহার পলাশের নির্বাচনে সহযোগিতা না করা এবং বিরোধিতা করার কারণে তাদের চলাচলের পথে গাছের অবরোধের অভিযোগ উঠেছে৷

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ একই এলাকার এবং পলাশের প্রতিবেশী মো. গোফরান সওদাগরের ছেলে নাছির এবছর চলমান ইউপি নির্বাচনে পলাশের ভোট না করায় এবং পলাশের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট করায় গোফরান সওদাগরের ছেলে নাসির ও পার্শ্ববর্তী ৮/৯ টি পরিবারের চলাচলের পথে গাছের অবরোধ দিয়েছে।

নাসির জানান, গত ৩/৪ সপ্তাহ আগে তাদের চলাচলের পথে (পলাশের) একটি কড়ই গাছে পড়ে৷ এসময় পলাশকে জানালে সে গাছটি সরানো ব্যপারে অস্বীকার করে৷ পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালো হলে, সবাই পলাশকে অনুরোধ করলেও পলাশ গাছটি সরায়নি৷ এতে নাসিরের পোল্ট্রি, মৎস্য, গরু খামারে খাদ্য সরবরাহে চরম ব্যাঘাত ঘটে৷

এ বিষয়ে হাবিব উল্যাহ বাহার পলাশের সাথে কথা হলে সে জানায়, তার রাস্তায় গাছ পড়েছে, সে সরাবে নাকি সরাবে না তার ব্যক্তিগত বিষয়৷ তিনি আরও জানান, নাসির সরাসরি তাকে এ ব্যাপারে জানাননি৷ জানালে বা দ্রুত সময়ের মধ্যে গাছ সরানো হবে৷

(এস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২১)