লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পৃথক সন্ত্রাসী বাহিনীর সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ ইউনুছ (৩০) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহে আলমসহ পাঁচ পুলিশ সদস্য।

এসময় ঘটনাস্থল থেকে দু’টি এলজি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাহিনী প্রধান খোরশেদসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটোবীতে বাশার বাহিনীর সঙ্গে ডিবি পুলিশের এবং দত্তপাড়া খোরশেদ বাহিনীর সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দিঘুলী ইউনিয়নের গফিয়ারখীল এলাকার মফিজ উল্যার ছেলে সন্ত্রাসী ইউনুছকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ডিবি পুলিশদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী বাশার তার বাহিনী নিয়ে মটোবী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সস্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এসময় বাশার বাহিনীর অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্ত্রাসী ইউনুছকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। এ ঘটনায় আহত হয়েছে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্য।

অপরদিকে, একই সময় দত্তপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে খোরশেদ বাহিনীর প্রধান খোরশেদসহ দু’জনকে দু’টি এলজিসহ আটক করে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১১, ২০১৪)