দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের এক মানববন্ধন আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা একটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন এর আয়োজন করেন তারা।

আন্তর্জাতিক মানের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্স কে তিন বছর রূপান্তর, অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ বন্ধ, বিএনসিসি ২০২০ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান। ও ছাত্র শিক্ষক পেশাভিত্তিক শিক্ষাগত সমস্যায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ও নির্দেশিত চার দফা বাস্তবায়নের দাবিতে।

মানববন্ধনেসভাপতিত্ব করেন ফরিদপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পরিষদের সভাপতি সামসুদ্দিন তালুকদার।
বক্তব্য রাখেন আইডিইবি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম মনির, শিক্ষার্থী লাদেন আলহুদা রাতুল, জুবায়ের হোসেন, সোহাগ মাতুব্বর প্রমূখ।

তারা অবিলম্বে এই চার দফা দাবি মেনে নেওয়ার জন্য কতৃপক্ষের নিকট আহ্বান জানান। একই সাথে এ দাবিগুলো না মানলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২১)