এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষথেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী'র সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে উক্ত বীজ ও সার বিতরণ করা হয়।

২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদনের লক্ষে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৪০ জন কৃষককে ৫শত গ্রাম পাট বীজ, ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম কৃষি সম্প্রশারণ কর্মকর্তা মাইনুদ্দিন প্রমুখ।

পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদনের লক্ষে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পাংশা উপজেলার কোথায় পাটের বীজ উৎপাদন হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন উপজেলা সরিষা ইউনিয়নে বীজ উৎপাদন হয়।

(একে/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২১)