ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারনা চলাকালিন সময়ে প্রতিপক্ষের হামলায় দুই আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে আহতরা সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আছেন। 

ঘটনাটি ঘটে ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা সাড়ে ১২ টায় সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের ভূইয়ার হাট বাজারে।

আহত চর মজিদ গ্রামের একরামের পুত্র মোঃ আজাদ এবং একই গ্রামের নুর জামালের পুত্র নুর উদ্দিন (২৮) জানান, বেলা সাড়ে ১২ টায় ২ নং চরবাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক মিজান উদ্দিনের তালা মার্কার শোডাউনের প্রস্তুতি কালে প্রতিপক্ষ আকবর হোসেন শাহনাজ মেম্বার এবং তার সমর্থক চর মজিদ গ্রামের আক্তার কন্টেকটার, জাফর কন্টেকটার (পিতা অজ্ঞাত), আক্তার কন্টেকটারের ছেলে রুবেল (২৬), আব্দুস সোবহানের পুত্র মোঃ লিটন(৪৫),আলমগীরের ছেলে সাগর(২০), জুয়েল মাঝির ছেলে আকাশ মাহমুদ, জাহিদের পুত্র জ্যাকিন(২০), শাহনাজ মেস্বারের ছেলে পাবেল(২৫), তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে আজাদের মাথা ফাটিয়ে দেয় এবং নুর উদ্দিকে পিটিয়ে জখম করে পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

অভিযুক্ত, আবকর হোসেন শাহানাজ মেম্বার অভিযোগ অস্বিকার করে বলেন, আজকে ভুঁইয়ার হাটে কোন মারামারির হয়নি প্রতিপক্ষ মিজানের সমর্থকরা আমার এক সমর্থক শাহাদাত হোসেন সম্রাট মাষ্টারকে জনতা বাজারে মোটরসাইকেল রোধ করে মরধর করে আহত করে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে চরজব্বার থানার এই আই দিপক বলেন, এবিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২১)