আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রকাশ্যে ধূমপান করলে দিতে হতে পারে ২০ হাজার টাকা জরিমানা! এমনই প্রস্তাব দিল তামাক সেবন- নিয়ন্ত্রণ সংক্রান্ত ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের একটি বিশেষজ্ঞ প্যানেল।

প্যানেল ধূমপানের ক্ষেত্রে বৈধ বয়সসীমা ১৮ থেকে বাড়িয়ে ২৫ করারও প্রস্তাব দিয়েছে।একইসঙ্গে খুচরো সিগারেট বিক্রি নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে প্যানেল। তবে ধূমপান মোকাবিলার পন্থ-পদ্ধতি সংক্রান্ত সুপারিশের খসড়া এখনও চূড়ান্ত করেনি প্যানেল।

ধূমপান নিয়ন্ত্রনে খড়গহস্ত কেন্দ্র এই প্যানেল গঠন করেছে। এই প্যানেল সিগারেটের প্যাকেটে চিত্র সম্বলিত সতর্কতা না রাখলে প্রস্তুককারী সংস্থার জরিমানার পরিমাণ বর্তমানের ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করারও প্রস্তাব দিয়েছে।

(ওএস/এএস/সেপ্টেস্বর ১১, ২০১৪)