রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার ভূমিহীন-কৃষক আন্দোলনের প্রতীক পুরুষ, মহান ভাষা সৈনিক এড. আব্দুর রহিম এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় এ স্মরণ সভার আয়োজন করে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। 

দৈনিক পত্রদূত অফিসে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম।

বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, বাংলাদেশ জাসদের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, এড. আল মাহামুদ পলাশ, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, ভূমিহীন নেতা আব্দুস সামাদ প্রমুখ। স্মরণ সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল।

স্মরণ সভার বক্তারা বলেন, আজ জলাবদ্ধতায় সাতলমঘীরার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। বেড়িবাঁধ ভেঙে বহু এলাকায় জোয়ার-ভাটা প্রবাহিত হচ্ছে। নানা সমস্যায় জেলার মানুষ জর্জরিত। সরকার এসব সমস্যা সমাধানে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। কিন্তু সেব টাকার যথাযথ ব্যবহার হচ্ছে না। ফলে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে।

স্মরণ সভায় প্রয়াত আব্দুর রহিমের জীবন, কর্ম ও আদর্শ হতে শিক্ষা নেওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, যেখানেই অন্যায় সেখানেই ছিলেন আব্দুর রহিম। সারা জীবন তিনি সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। এড. আব্দুর রহিমের মতো সৎ, সাহসী, নির্লোভ, জনদরদী নেতার আজ বড় অভাব। বক্তারা সাতক্ষীরা জেলার উন্নয়নে জেলা নাগরিক কমিটির ২১ দফার সমর্থনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

উল্লেখ্য, এড. আব্দুর রহিম সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি, জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি, মুক্তিযুদ্ধপূর্ব তৎকালিন মহাকুমা ন্যাপের সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি গঠিত হওয়ার পর দলের জেলা কমিটির সভাপতি ও পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকান্ডের সাথে আমৃত্যু যুক্ত ছিলেন। ১৯৯৮ সালে সাতক্ষীরার দেবহাটা কালিগঞ্জে ৯টি তথাকথিত জলমহলের খাস জমিতে বসবাসরত সহস্রাধিক ভূমিহীন পরিবারকে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হলে এড. আব্দুর রহিমের নেতৃত্বে দেবহাটা কালিগঞ্জ ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সংগ্রাম সমন্বয় কমিটি গঠন করা হয়।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২১)