ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ঈশ্বরদীতে থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ঈশ্বরদী থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের এই মতবিনিময় সভায় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ্আসাদ সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এবং মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুনিল চক্রবর্তি প্রমূখ।

সভায় ঈশ্বরদীর মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার সরাফ, ক্রীড়া সম্পাদক মিলন কর্মকার, কর্মকারপাড়া মাতৃমন্দির কমিটির সাধারণ সম্পাদক মাধব চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র সরকার, হরে কৃষ্ণ সংঘের সভাপতি বিকাশ কুন্ডু, শিবশক্তি যোগমায়া মন্দির সুমন সাহা, স্কুলপাড়া বারোয়ারী পূজা কমিটির সভাপতি স্বপন কুমার রায়, রেলগেট মাতৃমন্দিরের সাধারণ সম্পাদক সম্ভু নাথ সরকার, দাশুড়িয়া শ্মশান মন্দির কমিটিসহ ৩০টি মন্দির কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২১)