রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারি প্রেসসচিব রাজারহাটের কৃতি সন্তান এবিএম সারওয়ার ই আলম সরকার জীবন রাজারহাট উপজেলার নদী ভাঙন কবলিত এলাকা ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম এলাকা পরিদর্শন করেন।

নিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় তিস্তা গোকুন্ডা ইউনিয়ন থেকে শুরু করে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম, বগুড়া পাড়ায় বিলীন হয়ে যাওয়া বসতভিটে ও আবাদী জমি ওপর বহমান তিস্তার বুকে নৌকায় চরে ঘুরে ঘুরে দেখেন।
পরে এলাকাবাসীর সাথে তিস্তার ভাঙ্গনরোধে স্বল্পমেয়াদী ও স্থায়ী সামাধান নিয়ে খোলামেলা আলোচনা করেন। আগামীকাল বাঁশের বান্ডাল দিয়ে নদীর ¯্রােতের গতিপথ বদলাতে স্বল্পমেয়াদী পরিকল্পনার কথা সবার সামনে তুলে ধরেন।

ওই ইউনিয়নের চেয়ারম্যান রবীদ্রনাথ কর্মকারকে জরুরি বাঁশের বান্ডাল নির্মাণে স্থানীয়দের পাশে দাঁড়াতে পরামর্শ দিয়েছেন।

এছাড়াও তিনি কয়েকমাস পরে শুকনো মৌসুমে নদীর পানি কমে গেলে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সচিবদের এখানে নিয়ে এসে তিস্তানদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২১)