দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকি ও বাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকির বড় ভাই নজরুল ইসলাম (৬০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত সাত দিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। রবিবার বেলা ১২টায় তিনি ইন্তেকাল করেন। বাদ আসর জানাযা শেষে আলিপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২১)