ধামরাই (ঢাকা) প্রতিনিধি : উৎসব মূখর পরিবেশে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ধামরাইয়ে করোনার টিকা কার্যক্রম চলছে। ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকা খেকে টিকা গ্রহনের জন্য সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছে। সকাল নটা থেকে ৩ টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা নিচ্ছে নারী পুরুষ । সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষের ভীড়ে বিশাল জটলা। টিকা গ্রহন কারী আগতদের চাপে উপজেলার সকল পথেই অটো রিক্সা ও ইজিবাইকের বিশাল যানজট।

সরকারী স্বাস্থ্য কমপেøেক্স সূত্রে চানানো হয়েছে ঢাকা ধামরাইয়ে সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স পরিচারিত উপজেলার ১৬ টি ইউপি, ১টি পৌর সভার ৩০ হাজার টিকা প্রদান কর্মসুচি শুরু হয়েছে সকাল থেকে। এর মধ্যে বালিয়াম সুতিপাড়া, রোয়াইল, আমতা, চৌহাট ইউপিতে স্ব স্ব এলাকায় টিকা দান কমসূচি চলছে। পৌর সভা সহ ১১ টি ইউপির জনগন ধামরাই উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে টিকা নিচ্ছে বলে জানান আবাসিক ন্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহমেদুল হক তিতাস।

লাইনের পাশাপাশি উপস্থিত আগতদের ভীড়ে বিশাল জটলা কারনে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২১)