মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ২০২১) বেলা সাড়ে টার সময় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেটস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে দৈনিক আমার সংবাদ এর মাগুড়া জেলা প্রতিনিধি মো. মিরাজ আহম্মেদের উপর বরবর্চিত হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারে দাবীতে মধুখালী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এক মানববন্ধন কর্মর্সুচী পালিত হয়।

মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহ. মিজানুর রহমান সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহাজাহান হেলাল, সাংবাদিক মেহেদী হাসান পলাশ, জুয়েল শরীফ, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব মো. জহিরুল ইসলাম লিটন, সমাজ সেবক সিরাজুল ইসলাম, কাজী হাসান, সাংবাদিক ইমামুল হাসান রানা, বিপ্রজিত বিশ^াস, ইমামুল খন্দকার, দেলোয়ার হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা সাংবাদিক মিরাজের উপর মামলাারীদে দ্রুত গ্রেফতারের দাবী জানান।

(এম/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২১)