সালথা (ফরিদপুর) প্রতিনিধি : প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় ফরিদপুরের সালথায় বিনামুল্যে মিল্ক ক্রিম সেপারেশন মেশিন বিতরণ ও খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পাদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস প্রমূখ।

এসময় দুইজন সফল খামারীর হাতে বিনামুল্যে মিল্ক ক্রিম সেপারেশন মেশিন বিতরণ করা হয়।

(এন/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২১)