মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একযোগে পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নে ১৬ হাজার মানুষকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। 

২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভ্যাকসিন প্রয়োগ চলে। করোনা ভ্যাকসিন প্রদানে ভৈরবে দিনব্যাপী বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন মো. মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ খুরশীদ আলম।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ খুরশীদ আলম বলেন, উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে ৭৫ লক্ষ ডোজ ভ্যাকসিন প্রদানের কার্যক্রমের অংশ হিসেবে ভৈরবে ১৬ হাজার ৫শ ভ্যাকসিন প্রদানে কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রথমধাপে সফলভাবে ১৫ হাজার ৭২৪ জনকে প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অবশিষ্ট ভ্যাকসিন আগামীকাল ২৯ সেপ্টেম্বর প্রদান করা হবে। ৭ ইউনিয়নে ৭টি কেন্দ্রে ৯ হাজার ৭২৪, পৌরসভার ১২ ওয়ার্ডে ১২টি কেন্দ্রে ৬ হাজার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। আগামী মাসে একইভাবে ২য় ডোজ প্রদান করা হবে বলে জানান তিনি।

(এম/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২১)