এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে বিআইডব্লিউটিএ ডিইপিটিসির পরিচ্ছন্নতাকর্মী আরমান মোল্লা বাপ্পী সন্ত্রাসী কর্মকান্ডে গ্রেফতার হওয়ায় বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। তবে গ্রেফতার হওয়া বাপ্পী নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ'র সিবিএ নেতা রফিকের আত্নীয় বলে জানা গেছে।

জানা গেছে, বন্দরে বিআইডব্লিউটিএ ডিইপিটিসির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ১৮/২০ দিন আগে চাকরি হয় আরমান মোল্লা বাপ্পীর। চাকরির শুরুতেই রয়েছে তার বিরুদ্ধে নানা অভিযোগ। তিনি একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করলেও তার চলাফেরা উর্ধ্বতন কর্মকর্তাদের মত। নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ'র সিবিএ নেতা বহু অপর্কমের হোতা রফিকের আত্নীয় হওয়ার সুবাধে চাকরিটি সহজেই পেয়ে যায় বলেন একটি সূত্রে জানা গেছে।

এদিকে, আরমান মোল্লা বাপ্পীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড সহ বহু অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন সময়ে নানা অপর্কমে জড়িয়ে পরে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিশেষ করে বিআইডব্লিউটিএ ডিইপিটিসিতে চাকরি পাওয়ার পর থেকেই আরও বেপরোয়া হয়ে গেছে। বেশকয়েকদিন আগের একটি মামলায় গ্রেফতার হয়ে জেলখানায় রয়েছে বাপ্পী।

জানতে চেয়ে বিআইডব্লিউটিএ'র সিবিএ নেতা রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

এবিষয় বিআইডব্লিউটিএ ডিইপিটিসির উর্ধ্বতন প্রশিক্ষণ কর্মকর্তা লুতফর রহমান জানান, পরিচ্ছন্নতাকর্মী বাপ্পীর বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নিবে। তার বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তারা সবাই অবগত রয়েছে।

(এমও/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২১)