রূপক মুখার্জি, লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়া  পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দিকে, নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটের মাঠে নেমে পড়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ১১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ১২ ও ১৪ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের, ১৬ অক্টোবর আপিল নিস্পত্তি, ১৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার, ১৮ অক্টোবর প্রতিক বরাদ্দ ও ২ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সহকারী রিটার্নিং অফিসার ও লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসার মো.জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে, নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে সম্ভাব্য মেয়র ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগে নেমে পড়েছেন। প্রার্থীরা ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে ভোট প্রার্থনা করছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা ‘দলীয় মনোনয়ন’ লাভের আশায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সাথে লবিং চালিয়ে যাচ্ছেন। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে শহরের অলিগলি। কদর বেড়েছে ভোটারদের, তারা রয়েছেন খোশ মেজাজে।

আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র মো. আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, সদস্য লিপি খানম, উপজেলা আ’লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ, পৌর আ’লীগের সদস্য সৈয়দ আকরাম আলী আখিদুল। পৌর নির্বাচনের তফসিল ঘোষণার অনেক আগে থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু করলেও বিএনপি, জাতীয় পার্টি,ওয়ার্কার্স পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীদের নির্বাচনী কোন তৎপরতা চোখে পড়ছে না।

উল্লেখ্য, ২০০৩ সালের লোহাগড়া পৌরসভা গঠিত হয়। এর আয়তন প্রায় ১৪.৮৭ বর্গ কিলোমিটার। ‘গ’ শ্রেনীভূক্ত এ পৌরসভার ভোটার ২০ হাজার ৬৩৫ জন।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২১)